এসআর আবির
পটুয়াখালীর গলাচিপায় মিথ্যে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে সাইদুল খানের সংবাদ সম্মেলন। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার ডাকুয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ডাকুয়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড মো. সাইদুল খান বলেন, এলাকায় বসবাসরত নাজিম শিকদার নামের এক ব্যক্তি তিনিসহ তার ভাইদের নামে ঐ এলাকার বাসিন্দা স্বদেব ভূইয়ার কাছে চাঁদা দাবির একটি অভিযোগ তুলে এলাকায় প্রচার করে। যা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। যার কাছে চাঁদা দাবির কথা বলা হয়েছিল সেই স্বদেব ভূইয়া সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে তিনি বলেন, আমার কাছে তারা কখনও চাঁদা দাবি করেনি তাছাড়া চাঁদা চাওয়ার বিষয়ে তিনি কিছুই জানেনা। সংবাদ সম্মেলনে নাশির খান ও শাহাবুদ্দিন খান বলেন, তারা বিএনপি পরিবারের সদস্য। তারা কখনও চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নন। যিনি এ রকম মিথ্যে গুজব ছড়িয়েছেন তাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের সাধারণ জনগণ ও গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
