শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস’র সুস্থতা কামনায় দোয়া- মিলাদ
ডেক্স রিপোর্ট
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র বিশেষ সহকারি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক বিশিস্ট শ্রমিক নেতা এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় পটুয়াখালীতে দোয়া- মিলাদ অনুষ্ঠিত।
শনিবার (২৩ আগস্ট) বাদ আসর মদীনা জামে মসজিদে পটুয়াখালী সদর উপজেলা ও পৌর শাখা শ্রমিক দলের আয়োজনে দোয়া- মিলাদ- এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক একেএম কলেজের সাবেক জিএস আব্দুর রাজ্জাক মোল্লা, সহ-সভাপতি মোঃ বাবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিল সিকদার, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান টিটু, সদস্য আঃ রব, সদর উপজেলা শ্রমিক দলের নেতা মোঃ হাবিবুর রহমান হাবিব, পৌর শ্রমিক দলের নেতা মোঃ দুলাল, সান্টু মৃধা, মোঃ আবুল সরদার, মোঃ মোশাররফ হোসেন, ঘাট শ্রমিক দলের নেতা মোঃ বশির প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মদীনা জামে মসজিদের সানি ইমাম হাফেজ মোঃ জহিরুল ইসলাম।
