এম এইচ জয়
পটুয়াখালীর গলাচিপায় পুলিশের বিশেষ অভিযানে প্রতারণার একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাইয়ুম (৩২) অবশেষে গ্রেফতার হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কাইয়ুমের বিরুদ্ধে প্রতারণার ৬ মামলার সাজা থাকলেও তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে আরও ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা এবং একটি মামলায় মালক্রোক আদেশ জারি রয়েছে।
গ্রেফতারকৃত কাইয়ুম ডাকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাড় ডাকুয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমানের দিকনির্দেশনায় এসআই বেল্লালের নেতৃত্বে পুলিশের একটি টিম রাজধানীর উত্তরা এলাকার দক্ষিণখান থেকে তাকে আটক করে।
এ ব্যাপারে ওসি আশাদুর রহমান জানান, “কাইয়ুম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। অবশেষে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।”
স্থানীয়রা জানান, কাইয়ুম দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রতারণার ঘটনায় জড়িত ছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে।
