ডেক্স রিপোর্ট
পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে ইয়ুথ পাওয়ার, পটুয়াখালী।
এই কর্মসূচিতে সহযোগিতা করে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। তাদের সহায়তায় অনুষ্ঠানে উপকারভোগী প্রতিবন্ধীরা নতুন হুইল চেয়ার পেয়ে আনন্দিত হন।
সংগঠনের সভাপতি কে এম জাহিদ হোসেন বলেন—“আমরা বিশ্বাস করি, প্রতিবন্ধীরাও সমাজের শক্তি। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। শহর থেকে অনেক দূরের প্রত্যন্ত অঞ্চলে আমরা কাজ করছি, যাতে সুবিধাবঞ্চিত মানুষগুলো একটু হলেও স্বস্তি পায়। এই কাজ অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হলে অসহায় প্রতিবন্ধীরা স্বাবলম্বী হতে পারবেন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
