ঢাকাWednesday , 27 August 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

গলাচিপায় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল

adminptk112233
August 27, 2025 2:05 pm
Link Copied!

গলাচিপা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় অনুষ্ঠিত হচ্ছে এন আই সিকদার ফাউন্ডেশন কতৃক আয়োজিত কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। এতে জেলার ৮ টি উপজেলার মোট ৫৪ জন প্রতিযোগি অংশ নেয়। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮ টায় উপজেলা অফিসার্স ক্লাবে এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এন আই সিকদার ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. মো. ইমাম সিকদার। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সিকদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা মো. তাওহিদুল ইসলাম তানজিম ও জেলা প্রতিনিধি হিসেবে হাফেজ মাওলানা মো. মাহামুদুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মো. ওবায়দুল্লাহ জামি। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, সামদানিয়া দরবার শরীফের গদ্দিনিশিন পীর আলহাজ্ব হযরত মাওলানা আবুল কাশেম সামদানী ও মাওলানা, গলাচিপা এন জেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হাই সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, মসজিদের ইমাম ও সাংবাদিকবৃন্দ।

কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনার দ্বায়িত্বে প্রধান বিচারক ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ মাওলানা আবু সালেহ মোহাম্মদ মুসা। তিনি বর্তমানে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসেবে কাজ করছেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, বাংলাদেশ-এ। এছাড়াও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারী ও ওস্তাদ হাফেজ আবু জর গিফারী, যিনি মিনহাজুল কুরআন বাংলাদেশের চেয়ারম্যান এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত কারী হাফেজ মাওলানা মোঃ খালেদ সাইফুল্লাহ মোবারক। যিনি সওতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, নেত্রকোনা-এর পরিচালক।

এর আগে গত ০৭ আগস্ট রাঙ্গাবালী উপজেলায় অডিশনের মধ্যে দিয়ে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার শুরু হয়ে জেলার ৮ টি উপজেলায় অডিশনের মধ্যে দিয়ে ৫৪ জন প্রতিযোগি বাছাই করা হয়েছে। এতে মোট ছয় শতাধিক প্রতিযোগি অংশ নেয়। ফাইনাল রাউন্ডে ১০ জন প্রতিযোগিকে বাছাই করা হবে। এর মধ্যে প্রথম স্থান অধিকারীর জন্য পুরষ্কার হিসেবে রয়েছে ৫০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীর ৩০ হাজার ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে ২০ হাজার টাকা। এছাড়া চতুর্থ থেকে দশম পর্যন্ত রয়েছে ৫ হাজার টাকা পুরষ্কার এবং ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।