এম এইচ জয়
গলাচিপায় প্রতিনিয়ত ঘটছে চুরি-ডাকাতির ঘটনা। ধরা পড়লে চোর, না ধরা পড়লে সাধু—এমন বাস্তবতায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। এরই মধ্যে গলাচিপা পৌরসভার শ্যামলীবাগ ০৩ নং ওয়ার্ডে আবারও ঘটেছে ডাকাতির চেষ্টা।
ঘটনাটি ঘটেছে ২৭শে আগস্ট ২৫ বুধবার রাত আনুমানিক তিনটার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভার শ্যামলীবাগ এলাকায় মো. হাবিবুর রহমান (পিতা: মো. হাবেজ মোন্না) মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেনের ভাড়া বাসায় এই ডাকাতির চেষ্টা চালানো হয়।
মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন বর্তমানে গলাচিপার ছারছিনা খামখায় শালেহিয়া দিনিয়া মাদ্রাসায় সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
তিনি জানান, রাতের অন্ধকারে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় ডাকাত দল। ভেতরে থাকা এক ডাকাত ট্যার পেলে সিটকে পালিয়ে যায়, বাইরে অপেক্ষমাণ অন্যান্য সদস্যরাও চিৎকার শুনে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।
এ সময় বাসার ভেতরের লোকজনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাত দলের সদস্য সংখ্যা একাধিক ছিল এবং তাদের আচরণ দেখে মনে হয় পূর্বপরিকল্পিতভাবেই এই চেষ্টাটি করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, প্রতিনিয়ত গলাচিপা শহরের বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষ ভয়ে-আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা প্রশ্ন তুলেছেন—“এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষ কিভাবে নিশ্চিন্তে বসবাস করবে?”
এ ঘটনার পরপরই গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন,
“আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। চোর কিংবা ডাকাত—যেই হোক না কেন, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্তের চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”
স্থানীয় সচেতন মহল বলছেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হয়ে পড়ায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। দ্রুত পদক্ষেপ না নিলে চুরি-ডাকাতির মতো অপরাধ বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন তারা।
