ডেক্স রিপোর্ট
পটুয়াখালীতে পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা সহ দুই নারী ও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার সকালে সদর উপজেলা মুরাদিয়া গ্রামের ব্র্যাক অফিস সংলগ্ন মহাসড়ক থেকে তানিয়া বেগম (৩৫) ও তানজিলা বেগম (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে ৩ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। এর আগে গতকাল রাতে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে শাহআলম সরদার (৫২) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে আরও ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক জসিম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে দুই নারী সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়েরের পর আসামীদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
