ডেক্স রিপোর্ট
বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে সুরক্ষিত রাখতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পটুয়াখালীর আউলিয়াপুরে তালবীজ রোপণ কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের আউলিয়াপুর’।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বিভিন্ন সড়কের দু’পাশে তালবীজ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন দ্য ডেইলি স্টার-এর সাংবাদিক সোহরাব হোসেন। এতে অংশ নেন ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন-এর উপজেলা কমিটি, স্থানীয় যুবক, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা।
সংগঠনের সদস্যরা জানান, মিলন পট্টি, পচা কোড়ালিয়া, বড় আউলিয়াপুর, ছোট আউলিয়াপুরসহ বিভিন্ন এলাকায় তালবীজ রোপণ করা হয়েছে।
‘তারুণ্যের আউলিয়াপুর’-এর উপদেষ্টা মো. রাকিব বলেন, “তালগাছ অনেক উঁচু হওয়ায় বজ্রাঘাত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি মাটি ক্ষয়রোধ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, কাঠ ও আঁশ থেকে নানাবিধ ব্যবহারিক দ্রব্য তৈরিতে তালগাছের গুরুত্ব অপরিসীম। অথচ দিন দিন এ গাছের সংখ্যা কমে যাচ্ছে। তাই সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি।”
এ উদ্যোগে সহযাত্রী হয়েছে ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন। সংগঠনের সভাপতি আহম্মেদ কাওসার ইবু বলেন, “আমরা প্রতিটি ইউনিয়নে ৫০০ করে তালবীজ রোপণের পরিকল্পনা নিয়েছি। সবাইকে আহ্বান জানাই নিজেদের বাড়ির আঙিনায় পড়ে থাকা তালবীজ রোপণ করুন। অথবা বীজ আমাদের হাতে তুলে দিন, আমরা সেগুলো রোপণ করব।”
স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন, তরুণ প্রজন্মের এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, বজ্রাঘাত প্রতিরোধ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দৃষ্টান্ত হয়ে থাকবে।
উল্লেখ্য, গত বছরও একই ধরনের তালবীজ রোপণ কর্মসূচি পালন করেছিল ‘তারুণ্যের আউলিয়াপুর’। ধারাবাহিকভাবে প্রতি বছর এ ধরনের কার্যক্রম আয়োজন করে তারা ইতোমধ্যে এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
