ঢাকাTuesday , 9 September 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

adminptk112233
September 9, 2025 8:33 am
Link Copied!

ডেক্স রিপোর্ট

পটুয়াখালীতে টাউন জৈনকাঠি এলাকার বাসিন্দা কালাম হাওলারের পুত্র তুহিন হাওলাদারের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্বজন ও এলাকাবাসী।

সোমবার(০৮ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন তুহিনের বাবা কালাম হাওলাদার,তুহিনের মা,স্ত্রীসহ অন্যান্য স্বজনরা।

এ সময় বক্তব্যে তুহিনের বাবা কালাম হাওলাদার বলেন,তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্থানীয় কসাই আলামীন,সিডি আলামীন এবং অহিদুল। তারা ঘটনার দিন রাতে তুহিনকে বাসা থেকে ডেকে নিয়ে যায় এবং সে রাতে তুহিন আর বাসায় ফিরেনি।ভোর রাতে আলামীন তাদের বাসায় গিয়ে জানান,পুলিশ তাদের ধাওয়া করায় তারা লোহালিয়া ব্রিজ থেকে নদীতে ঝাপ দেয়,তারা উঠতে পারলেও তুহিন নদী থেকে উঠতে পারে নি।

তুহিনের মা কান্না ভেজা চোখে তার ছেলের হত্যাকারীদের বিচার দাবী করে বলেন,”আমার ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে আপনারাও সেভাবে তার বিচার করবেন।”

তুহিন দুই মাসের একটি ছোট বাচ্চা এবং চার বছরের একটি কন্যা সন্তান রেখে গেছেন বলেও জানান তিনি।

প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে শহরের প্রধান প্রধান সড়কে তুহিন হত্যাকান্ডের বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন টাউন জৈনকাঠি এলাকার বাসিন্দারা এবং তুহিনের স্বজনরা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।