ডেক্স রিপোর্ট
ঐতিহ্যবাহী আবদুল করিম মৃধা কলেজের ২০২৫ -২৬শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ সাইফুল মজিদ মোহাম্মদ বাহাউদ্দিন।অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের শুভেচ্ছায় কলেজের পক্ষ থেকে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে নবাগতদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সচিব সহকারী অধ্যাপক গোলাম রহমান, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান দেলোয়ার জাহান,কলেজ পরিচালনা পরিষদের সদস্য,সহকারী অধ্যাপক মোঃ ফারুক, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মশিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান লায়লা ইয়াসমিন, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জহিরুল ইসলাম, কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমনা, একাদশ শ্রেণির নবাগত ছাত্রী প্রমি।
অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রীদের কলেজের পক্ষ থেকে রুটিন,কলম ফাইল উপহার দেওয়া হয়। ছাত্রদলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে কলম উপহার দেয়া হয়। পরে অনুষ্ঠান শেষে ঈদ-ই মিলাদুন্নবী সাঃ উপলক্ষে দোয়া ও অনুষ্ঠিত হয়।
