ঢাকাMonday , 6 October 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

adminptk112233
October 6, 2025 12:10 pm
Link Copied!

এস খান,পটুয়াখালী

পটুয়াখালী সদর থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত কিশোর গ্যাং এর ৪ সদস্য হলো
১। তালহা মৃধা (২০), পিতা- মোঃ মুরাদ মৃধা, সাং- সবুজবাগ মোড় (মৃধা বাড়ী), ওয়ার্ড নং-০৪, পটুয়াখালী।
২। মোঃ আল কাইয়ুম রিফাত (২১), পিতা- মোঃ রিপন হাওলাদার, সাং- আলীপুর, মহিপুর, বর্তমানে পিটিআই স্কুলের পিছনে ভাড়াটিয়া, পটুয়াখালী।
৩। মোঃ নাজমুল হাসান (১৯), পিতা- মোঃ জসিম খান, সাং- কয়ার চর, নলছিটি, ঝালকাঠী, বর্তমানে থানাপাড়া এলাকায় ভাড়াটিয়া, পটুয়াখালী পৌরসভা।
৪। মোঃ সিয়াম সিকদার ওরফে আকাশ (১৯), পিতা- মোঃ রিপন সিকদার, সাং- কাঠলতলী, মির্জাগঞ্জ, বর্তমানে শের-ই-বাংলা সড়ক, পটুয়াখালী পৌরসভায় ভাড়াটিয়া।

পুলিশ জানায়, এই গ্যাং চক্রটি দীর্ঘদিন ধরে মানুষকে বিভিন্ন ফাঁদে ফেলে জোরপূর্বক অর্থ আদায়, মারামারি এবং শহরের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। এক ব্যক্তির ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে অবৈধভাবে আটক করে অর্থ আদায়ের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।