ডেক্স রিপোর্ট
সরকারি মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও এমপিওভুক্ত ৯ম গ্রেড বেতনভুক্ত পদে নিয়োগসহ ৫ দফা দাবিতে পটুয়াখালীতে শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(০৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি( বাসমাশিস),পটুয়াখালীর আয়োজনে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা খাতে সংকট নিরসনে ৫ দফা দাবি জানিয়ে শিক্ষকরা বলেন,দীর্ঘদিন ধরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক-কর্মকর্তার বিপুল পদ শূন্য রয়েছে, যা দ্রুত পূরণ না করলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ১৫ হাজার শিক্ষক-কর্মকর্তার পদ শূন্য থাকলেও দীর্ঘ ৩২/৩৩ বছর ধরে কোনো পদোন্নতি দেওয়া হয়নি। ফলে শিক্ষকদের মধ্যে হতাশা বিরাজ করছে।
তারা জানান, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা এবং এমপিওভুক্ত শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীতকরণসহ ৫ দফা দাবি পূরণ করতে হবে।
সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলো হলোঃ
১. স্বাধীন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা।
২. সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকদের এমপিওভুক্ত ৯ম গ্রেডে উন্নীতকরণ ও পদোন্নতি।
৩. শিক্ষকদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা বৃদ্ধির জন্য মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যক্রম সচল করা।
৪. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় শূন্য পদে নিয়োগ ও পদোন্নতি।
৫. সকল টাইমস্কেল ও সিলেকশন গ্রেডে দ্রুত মঞ্জুরি প্রদান।
শিক্ষক সমিতি জানায়, জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও স্বতন্ত্র বাজেট বাস্তবায়ন করা জরুরি। কিন্তু এখনো সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।
এছাড়া, ২০২১ সালে গৃহীত ‘সরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা’ কার্যকর করলেও পদোন্নতির ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি বলে দাবি জানানো হয়।
সমিতির নেতারা বলেন, “যতদিন এসব দাবি বাস্তবায়িত না হবে, ততদিন মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন সম্ভব হবে না।”
তারা সরকারের প্রতি অবিলম্বে এই ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
