ঢাকাMonday , 6 October 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

রিকশাচালককে মারধর, এলাকাবাসীর বিক্ষোভ

adminptk112233
October 6, 2025 12:54 pm
Link Copied!

ডেক্স রিপোর্ট

পটুয়াখালীর লাউকাঠী এলাকায় ভাড়া চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ রিকশাচালককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় মেহেদী মৃধা নামে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত রিকশাচালকের নাম ইসমাইল সিকদার । তিনি দীর্ঘদিন ধরে এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত প্রায় ৯ টার দিকে ইসমাইল সিকদারের রিকশায় চড়ে লাউকাঠী বাজার থেকে মেহেদী মৃধা তার বাড়ির সামনে আসে। গন্তব্যে পৌঁছানোর পর ইসমাইল ২০ টাকা ভাড়া চাইলে মেহেদী ক্ষিপ্ত হয়ে তাকে অশালীন ভাষায় গালাগাল করতে থাকে। একপর্যায়ে রিকশাচালক ইসমাইলের ওপর চড়াও হয়ে তাকে ঘার ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে মারধর করে। এতে ইসমাইল গুরুতর আহত হন। ঘটনার সময় অভিযুক্ত মেহেদীর বাবা মজিবুর মৃধাও উপস্থিত ছিলেন। তিনিও ভুক্তভোগীকে মারধর করছেন।
এ বিষয়ে মজিবুর মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন, তারা যেভাবে অভিযোগ দিয়েছে তেমন কোনো কিছুই হয় নাই।
এদিকে গরিব রিকশাচালকের ওপর এমন অন্যায় আচরণে ক্ষোভে ফুসে উঠেছে এলাকাবাসী। তারা রবিবার সকালে বিচার চেয়ে মিছিল করেছেন। এছাড়াও স্থাণীয়রা জানিয়েছেন মেহেদীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় জুয়েল, রাসেল সহ কয়েক জনের বিরুদ্ধে মিথ্যা চাঁদা দাবির অভিযোগ করেছে তারা। মেহেদী মাদক গ্রহনসহ আরও অপরাধের সাথে জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা । অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারী এলাকাবাসী।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান ফকির জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি শুনেছি।
মারধরে আহত ইসমাইল সিকদার প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। স্থানীয়দের দাবি, এ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে, না হলে এলাকায় ক্ষোভ আরও বাড়বে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।