ডেক্স রিপোর্ট
” পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যার সাড়া” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস – ২০২৫।
সোমবার সকাল সাড়ে নয়টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শুরুর স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহসীন উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী পিন্টু তালুকদার, মো: তৈয়েবুর রহমান, মো: রাকিব হোসেন, জেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মহিদুল ইসলাম।
এসময় র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের কর্মচারী বিভাগের সভাপতি আমির হোসেন ইমন ও সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
