ঢাকাTuesday , 14 October 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

কমলাপুরে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী

adminptk112233
October 14, 2025 2:27 pm
Link Copied!

ডেক্স রিপোর্ট

এলজিইডির সুপার ব্রিজ প্রকল্পের আওতায় প্রয়োজনীয় ব্রিজ সংস্কার ও নতুন ব্রিজ নির্মাণের সঠিক তথ্য অনলাইনে সংযোজনের লক্ষ্যে উদ্ভাবিত “Robin” সফটওয়্যারে তথ্য অন্তর্ভুক্তি বিষয়ে পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ইউনিয়নের মধ্য ধরান্দী এলাকায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী নূর হোসেন চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছালাম মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
• এলজিইডির পটুয়াখালী জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমিতাভ ছানা,
• পটুয়াখালী জেলার নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীর,
• বরগুনা জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান।

এছাড়াও পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন উপজেলার উপজেলা প্রকৌশলীরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, ‘Robin’ সফটওয়্যার স্থানীয় বাস্তবতা ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে সঠিক তথ্যভিত্তিক ব্রিজ ব্যবস্থাপনা নিশ্চিত করবে। এতে ব্রিজ রক্ষণাবেক্ষণ, সংস্কার ও নতুন নির্মাণের অগ্রাধিকার নির্ধারণে কার্যকর সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।