ঢাকাThursday , 16 October 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

adminptk112233
October 16, 2025 8:51 am
Link Copied!

শাহিন খান,পটুয়াখালী

নির্বাচনের আগে “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের আয়োজন”সহ পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শহরের বড় চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদার।

মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী-২ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল মালেক আনোয়ারী ও পটুয়াখালী-৩ আসনের এমপি প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আবু বকর।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা সভাপতি হাওলাদার মোঃ সেলিম মিয়া এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি এইচ.এম. আব্দুল হাকিম।

এসময় জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জুলাই ২৪-এর অভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি উত্থাপন করেছে।

তারা আরও বলেন, সরকার যদি এই দাবিগুলো না মেনে নেয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে—ইনশাআল্লাহ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।