ডেক্স রিপোর্ট
সেপ্টেম্বর/২০২৫ মাসের সার্বিক কার্যক্রমের মূল্যায়নে পটুয়াখালী সদর থানা জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ-এর হাতে শ্রেষ্ঠ থানার সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
পুরস্কার প্রাপ্তির পর ওসি ইমতিয়াজ আহমেদ জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানান এবং সদর থানার সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান।
তিনি বলেন, “এই অর্জন পটুয়াখালী সদর থানার প্রতিটি সদস্যের সম্মিলিত পরিশ্রম ও দায়িত্বশীলতার ফল। ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
পটুয়াখালী জেলা পুলিশের কর্মকর্তারা মনে করেন, সদর থানার এই অর্জন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশের পেশাদারিত্ব ও জনগণের সহযোগিতার প্রতিফলন।
