শাহিন খান,পটুয়াখালী
পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে দুটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার প্রকল্পের অনুমোদন পাওয়া গেছে।
অনুমোদিত সড়ক দুটি হলো- ১নং ওয়ার্ডের ডি.কে স্কুল সংলগ্ন ধনিয়াপুরা থেকে রাড়ী বাড়ির পশ্চিম দিক পর্যন্ত সড়ক ১৪০০ মিটার এবং ২নং ওয়ার্ডের কমলাপুর সিদ্দিক মুন্সির বাড়ি-চৌদ্দবুরিয়া-পাতাবুনিয়া সড়ক ১৩৬০ মিটার।
এই প্রকল্প অনুমোদনের মাধ্যমে এলাকার জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। বিশেষ করে বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতার কারণে চলাচলে ভোগান্তি পোহাতে হতো শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীদের। সংস্কারের পর সড়ক দুটি স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন এলাকাবাসী।
এদিকে সড়ক সংস্কারের কাজ অনুমোদন হওয়ায় কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছালাম মৃধা এলজিইডির উপ সহকারী প্রকৌশলী শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন,“এই দুইটি সড়ক সংস্কারের মাধ্যমে কমলাপুরের গ্রামীণ যোগাযোগ আরও সহজ হবে। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে গতি আসবে। সরকারের উন্নয়ন অঙ্গীকার বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
চেয়ারম্যান আরও জানান, দ্রুত সময়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে মানসম্মত কাজের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা হবে, যাতে সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারে।
স্থানীয়দের মতে, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নের পূর্ব দিকের গ্রামগুলো মূল সড়কের সঙ্গে সহজে সংযুক্ত হবে এবং ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ড আরও প্রাণবন্ত হবে।
