ডেক্স রিপোর্ট
পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকালে জেলা শহরের ঝাউতলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট পর্যায়ের শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহিদুল ইসলাম আল কায়সারী এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী পৌরসভা মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ আন নাহিয়ান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিত ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি।
মানববন্ধনে পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা জামায়াত, ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
