ঢাকাThursday , 16 October 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক টিকাদান কর্মসূচি

adminptk112233
October 16, 2025 9:51 am
Link Copied!

এএইচ মুসা, পটুয়াখালী

পটুয়াখালী শহরে বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের ঝাউবন এলাকার ফোর লাইন সড়কে পরিবেশবাদী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’-এর সহযোগিতায় পৌরসভা ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শহরের নিউমার্কেট, পুরান বাজার, বাসস্ট্যান্ড, সদর রোড, ঝাউবন, লঞ্চঘাট, সবুজবাগ মোড়, তিতাস মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। মাসব্যাপী এ উদ্যোগের আওতায় এক হাজারেরও বেশি বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার সচিব মাসুম বিল্লাহ, পৌর মেডিকেল অফিসার ডা. এস এম একরামুল নাহিদ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।
‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নওশিন আফরোজ হিয়া, রেসকিউ অ্যান্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুসা, বন্যপ্রাণী উদ্ধারকর্মী আবদুল কাইয়ুম, গলাচিপা টিম লিডার সোহেল হোসেন রাসেল, কলাপাড়া সহকারী টিম লিডার ইউসুফ রনি এবং দুমকী টিম লিডার সাইফ আহমেদ তন্ময়।

রেসকিউ অ্যান্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুসা বলেন, ‘আমরা পৌরসভার সঙ্গে সমন্বয় করে কয়েকটি টিমে ভাগ হয়ে কুকুরদের টিকা দিচ্ছি। এর আগেও আমরা প্রাণীকল্যাণমূলক অনেক কাজ করেছি। প্রায়ই রাস্তায় আহত বা অসহায় প্রাণীদের উদ্ধার করি। এবারও নিজেদের খরচে ও উদ্যোগে টিকাদান কার্যক্রমে যুক্ত হয়েছি।’

পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান বলেন, ‘বেওয়ারিশ ও পালিত কুকুরদের জলাতঙ্ক থেকে সুরক্ষিত রাখতে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। টিকা দেওয়ার পর প্রতিটি কুকুরকে লাল রঙের চিহ্ন দিয়ে শনাক্ত করা হচ্ছে, যাতে একই কুকুরকে পুনরায় টিকা না দেওয়া হয়।’

পটুয়াখালী পৌর প্রশাসক মো. জুয়েল রানা বলেন, ‘কুকুর যাতে জলাতঙ্কে আক্রান্ত না হয় এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়, এজন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা এই টিকাদান কর্মসূচি শুরু করেছি।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।