ডেক্স রিপোর্ট
যথাযথ ভাবে পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৩০০ শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় তরুণভিত্তিক পরিবেশ সচেতনতা উদ্যোগ “গ্রিন এনার্জি অলিম্পিয়াড ২০২৫”। বৃহস্পতিবার সকালে (১৬ ই অক্টোবর ২৫) ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে এবং পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালীর সহযোগিতায় প্রাথমিকভাবে এই অলিম্পিয়াড পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এর উদ্ভোদন করেন পটুয়াখালীর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক লোভানা জামিল। তিনি বলেন এ অলিম্পিয়াডে জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩,০০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে। যারা নবায়নযোগ্য জ্বালানি, সবুজ শক্তি এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে তাদের জ্ঞান, যুক্তি ও উদ্ভাবনী ধারণা তুলে ধরবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার, অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক লোভানা জামিল, পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সোহেল রানা সহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধূমকেতু ইয়ূথ ফাউন্ডেশন (ডিওয়াইএফ) এর সভাপতি আহম্মেদ কাওসার ইবু।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক লোভানা জামিল বলেন অনুষ্ঠানের উদ্বোধনী দিনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিল অপার উৎসাহ ও শেখার আগ্রহ। তারা বিশ্বাস করে “সবুজ ভাবনায় গড়বো টেকসই আগামীর বাংলাদেশ।” ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের এই আয়োজন তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব চিন্তা, নেতৃত্ব এবং বাস্তব উদ্যোগে সম্পৃক্ত করার মাধ্যমে একটি টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবে।
