ঢাকাSunday , 19 October 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

শিক্ষার্থী চারজন, কেউ পাস করেনি

adminptk112233
October 19, 2025 8:37 am
Link Copied!

ডেক্স রিপোর্ট

পটুয়াখালীতে এক কলেজে শিক্ষার্থী ছিল চারজন। এরমধ্যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন দুজন। কিন্তু এদের মধ্যে কেউই পাস করতে পারেননি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর সাবিনা আক্তার হাইস্কুল অ্যান্ড কলেজের ফলাফলে লক্ষ্য করা যায় এমন দৃশ্য।ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী সংখ্যা চারজন থাকলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন মাত্র দুজন শিক্ষার্থী। কিন্তু এদের মধ্যে একজনও পাস করতে পারেনি।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এস এম আবু তালেব বলেন, ‘শিক্ষার্থীরা লেখাপড়া ভালোভাবে না করলে তো এ সমস্যাই হবে। তাছাড়া আমরা নতুন শুরু করেছি। উচ্চ মাধ্যমিকের জন্য শিক্ষক আছেন একজন। তাও খণ্ডকালীন। এজন্যই এমন ফলাফল। তবে শিক্ষক পেলে এ ঘাটতি পূরণ হয়ে যাবে।

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এ বছর গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে এসএসসির ফল প্রকাশ নিয়ে ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি। ২০২৪ সালে এইচএসসিতে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি। এবার তা বেড়ে হয়েছে ২০২টি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।