শাহিন খান, পটুয়াখালী
আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে পটুয়াখালী জেলা কমিটির পরিচিতি অনুষ্ঠান ও প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টর সাবেক বিচারপতি জনাব সিকদার মকবুল হক।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব সীরাজুল শহিদুল হায়দার, ডেপুটি রেজিস্ট্রার (অবঃ), বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাওলাদার।
সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন, পটুয়াখালী জেলা শাখার সভাপতি জনাব মঞ্জুরুল বেলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আব্দুল হোসেন ইমন, সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন, পটুয়াখালী জেলা শাখা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশে কর্মরত প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের অধিকার রক্ষা ও সেবায় আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
শেষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
