ডেক্স রিপোর্ট
“সমন্বিত উদ্যােগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মানে মান”, প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে ৫৬তম বিশ্বমান দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, সিভিল সার্জন ডা: মোহাম্মদ খালেদুর রহমান মিয়া।
প্রধান আলোচক ছিলেন পটুয়াখালী বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. মুরসালীন মাহফুজ।
সভায় বক্তারা বিশ্বমান দিবসের তাৎপর্য, মান উন্নয়ন ও মানসম্পন্ন সেবা প্রদানের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, উন্নত সমাজ গঠনে প্রতিটি ক্ষেত্রে মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা সভা শেষে বিশ্বমান দিবসের স্লোগান তুলে ধরে সবাইকে মান সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এসময় সভায় বিএসটিআই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন স্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
