ঢাকাTuesday , 19 August 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

সেনাবাহিনীর হাতে আটক ডিলার, পুলিশে সোপর্দ

adminptk112233
August 19, 2025 1:26 pm
Link Copied!

এম এইচ জয়

গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক সাগর হোসেন দুদা মিয়াকে আটক করা হয়েছে। এরআগে কার্ডের চাল নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে স্থানীয় ইউপি সদস্য লোকমান এবং চালের ডিলার সাগর হোসেন দুদা মিয়ার বিরুদ্ধে।

মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকালে ইউনিয়নের ৮ ও ৪ নং ওয়ার্ডে চাল বিতরণকালে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ফেয়ার কার্ডধারীদের জন্য নির্ধারিত ৩০ কেজি চালের পরিবর্তে মাত্র ২৬ কেজি ৫00 গ্রাম করে চাল দেওয়া হচ্ছিল।

চালের ওজনে কম দেওয়ার বিষয়টি দ্রুতই জনমনে ক্ষোভ সৃষ্টি করে এবং ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা হইচই শুরু করলে হঠাৎ করেই বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।

সেনাবাহিনীর হস্তক্ষেপ

সেনাবাহিনী চালের বস্তা পরীক্ষা করে অনিয়ম প্রমাণ পায়। তারা দেখতে পান, ৩০ কেজির চালের বস্তায় প্রকৃতপক্ষে ২৬ কেজি চাল দেওয়া হচ্ছে। বিষয়টি তারা তাৎক্ষণিকভাবে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও গলাচিপা থানা ওসিকে অবহিত করেন।

পরে ইউএনও এবং ওসির নির্দেশে সেনাবাহিনী ডিলার সাগর হোসেন দুদা মিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

চাল বিতরণ বন্ধ ঘোষণা

ইউএনওর নির্দেশে অনুযায়ী বর্তমানে চাল বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সেনাবাহিনী জানায়, যেসব কার্ডধারীরা এখনো চাল পাননি, তাদেরকে পরবর্তীতে যথাযথ নিয়মে চাল বিতরণ করা হবে।

স্থানীয়দের অভিযোগ

এ ঘটনায় স্থানীয়রা ইউপি সদস্য লোকমান এবং চাল ডিলার সাগর হোসেন দুদা মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন। তারা বলেন, “গরিব মানুষের প্রাপ্য চাল কেটে নিয়ে নিজেদের লাভবান হচ্ছিলেন এরা। আজ সেনাবাহিনী না এলে সাধারণ মানুষ আবারো বঞ্চিত হতো।”

সার্বিক তদারকি

সেনাবাহিনী, উপজেলা প্রশাসন এবং পুলিশ যৌথভাবে এ অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। প্রশাসন জানিয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।