ঢাকাTuesday , 19 August 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

ব‌্যাং‌কের এ‌টিএম বুথ ডাকাতির মূল হোতা গ্রেফতার

adminptk112233
August 19, 2025 2:43 pm
Link Copied!

ডেক্স রিপোর্ট
পটুয়াখালীতে ডাচ-বাংলা ব্যাংকের এ‌টিএম বুথ ডাকাতির মূল হোতা মোহাম্মদ জাহিদুল ইসলামকে( ২৬) গ্রেফতান করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সদর উপ‌জেলার মৌকরণ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের বালিকা বিদ্যালয়ের পা‌শের পুকুর থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ। এছাড়া ডাকা‌তির ঘটনাস্থ‌লের সামনে থেকে একটি মনিটর ও একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, “আমরা দুপুরের দিকে জাহিদকে গ্রেপ্তার করি। তার বাড়ি বাউফল উপ‌জেলার নওমালা এলাকায়।‌ তার দেয়া তথ্য অনুযায়ী মনিটর, মোবাইলসহ চু‌রি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়ে‌ছে।
উল্লেখ্য, গত শনিবার (১৬ আগস্ট) রাতে শহরের সদর রোডে একটি মোবাইলের দোকান, ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক এ‌টিএম বুথ এবং একটি চশমার দোকানে ডাকাতি ও চুরির ঘটনা ঘটে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।