ঢাকাTuesday , 19 August 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

গণঅধিকার থে‌কে সাগর হোসেন দুধা ব‌হিস্কার

adminptk112233
August 19, 2025 3:06 pm
Link Copied!

ডেক্স রিপোর্ট
পটুয়াখালী‌তে ফেয়ারকা‌র্ডের চাল ওজ‌নে কম দেয়ায় যৌথবা‌হিনীর হা‌তে আট‌কের পর গণঅ‌ধিকার প‌রিষদ থে‌কে ব‌হিস্কার হ‌লেন সাগর হো‌সেন দুধা না‌মের এক ডিলার।
মঙ্গলবার সন্ধ‌্যায় গলা‌চিপা উপ‌জেলার রতন‌দি তালত‌লি ইউ‌নিয়ন শাখা গণঅ‌ধিকার প‌রিষ‌দের সদস‌্য স‌চিব মোঃ রিয়াজুল ইসলাম স্বাক্ষ‌রিত এক প্রেস‌বিজ্ঞ‌তি‌তে এ তথ‌্য নি‌শ্চিত হওয়া গে‌ছে।

এরআ‌গে আজ সকা‌লে গলা‌চিপা উপ‌জেলার রতন‌দি তালত‌লি ইউ‌নিয়নের ৯ নং ওয়ার্ড গণঅ‌ধিকার প‌রিষ‌দের আহবায়ক ও চা‌লের ডিলার সাগর হো‌সেন দুধা‌কে ওজ‌নে চাল কম দেয়ার অ‌ভি‌যো‌গে হা‌তে না‌তে আটক ক‌রে যৌথবা‌হিনী।

গলা‌চিপা থানার ও‌সি আশাদুর রহমান জানান, ফেয়ার কার্ডধারীদের জন্য নির্ধারিত ৩০ কেজি চালের পরিবর্তে মাত্র ২৬ কেজি ৫০০ গ্রাম করে চাল দেওয়া হচ্ছিল। এমন সময় সেনাবা‌হিনী পুলিশ গি‌য়ে হা‌তে না‌তে তা‌কে আটক করা হয়। এ সময় উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসারও সেখা‌নে উপ‌স্থিত ছিল।‌
বর্তমা‌নে তি‌নি থানায় আ‌ছেন, তার বিরু‌দ্ধে নিয়‌মিত মামলা দা‌য়ে‌র হ‌চ্ছে।

এ‌দি‌কে এ ঘটনা প্রকাশ পে‌লে ইউনিয়ন গণঅ‌ধিকার প‌রিষ‌দের সদস‌্য স‌চিব রিয়াজুল ইসলাম নী‌তি ব‌হির্ভূত কর্মকা‌ন্ডের সুস্পস্ট অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে সাগর হো‌সেন দুধা‌কে দল থে‌কে ব‌হিস্কার ক‌রে প্রেস বিজ্ঞ‌প্তি দেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।