ঢাকাThursday , 21 August 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

কুয়াকাটা থেকে পদ্মগোখরা উদ্ধার

adminptk112233
August 21, 2025 4:04 pm
Link Copied!

এএইচ রাজু
পটুয়াখালীর কুয়াকাটায় প্রায় ৪ ফুট লম্বা বিষধর একটি পদ্মগোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পৌরসভার হোসেন পাড়া থে‌কে সাপটি উদ্ধার করেন ‘অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী’র বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা।

জানা যায়, ওই গ্রামের বাসিন্দা আবু হাসান মিলন নামের এক যুবক নিজ বাড়ি আঙ্গিনায় জালে আঁটকানো ছিল পদ্মগোখরা। সকালে সাপটি দেখে স্থানীয় অ্যানিম্যাল লাভারসদের খবর দেয়। পরে অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী’র কলাপাড়া, স্থানীয় পরিবেশ কর্মী, পৌরসভা কর্মী ও বনবিভাগ যৌথভাবে সাপটিকে উদ্ধার করে অবমুক্ত করা হয়।

‘অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী টিমের রেসকিউ এন্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুছা জানায়, এই সাপটির বৈজ্ঞানিক নাম Naja kaouthia, ইংরেজিতে monocled cobra) হল গোখরা প্রজাতির একটি সাপ যা দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়া দেখা যায়। খবর পেয়ে আমরা রেস্কিউ টিম নিয়ে আজকে এই বিষধর সাপটি উদ্ধার করে অবমুক্ত করেছি।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা) যুগ্ম আহ্বায়ক
আবুল রাজু হোসেন বলেন, জালের ভেতরে আট‌কে ছিল সাপ‌টি। প‌রে আমাদের কাছে ফোন দেয়া হ‌লে ঘটনাস্থ‌লে এসে দেখি সাপটি আঁটকে আছ, স্থানীয়রা ভীর জমিয়ে আছে। তবে কেউ এটাকে মারেনি। সচেতন থাকার জন্য স্থানীয়দের ধন্যবাদ জানাই। পরে আমরা প্রশিক্ষিত টিমকে খবর দেই তারা এসে এটিকে উদ্ধার করে আমাদের সহযোগীতায়। পরে বন বিভাগকে সাথে নিয়ে অবমুক্ত করি।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান বলেন, পদ্মগোখরা বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর বিষধর সাপ। তবে এটি সাধারণত মানুষের উপস্থিতি এড়িয়ে চলে। সঠিক তথ্য না জানার কারণে অনেকেই অকারণে সাপ মেরে ফেলেন, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ। তাই আমরা উদ্ধারকর্মীদের সহায়তা করে অবমুক্ত করেছি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।