ঢাকাSunday , 24 August 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বেল্লালের লাশ উদ্ধার

adminptk112233
August 24, 2025 9:16 am
Link Copied!

ডেক্স রিপোর্ট

পটুয়াখালী‌তে ছাত্রলীগ নেতা মোঃ বেল্লাল মাদবরের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। মৃত বেল্লাল নি‌ষিদ্ধ ঘো‌ষিত জেলা ছাত্রলী‌গের সদস‌্য এবং সদর উপ‌জেলার ম‌রিচবু‌নিয়া ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক।পাশাপা‌শি তি‌নি ম‌রিচবু‌নিয়া ছা‌লে‌হিয়া দা‌খিল মাদ্রাসার চতুর্থ শ্রেনীর কর্মচারী হিসা‌বে কর্মরত ছিলেন।

রবিবার সকালে মাদ্রাসার এক‌টি কক্ষ থে‌কে বেল্লা‌লের মৃত‌দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে নিজের বাড়িতে রাত কাটাতেন না বেল্লাল। প্রায়ই বিভিন্ন জায়গায় গিয়ে রাত যাপন করতেন। এরই ধারাবাহিকতায় মাঝে মাঝে মাদ্রাসার একটি কক্ষে থাকতেন। মাদ্রাসার কর্মচারী হওয়ায় তার কাছে কক্ষের চাবি ছিল।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বেলাল মাতবরকে রাতে মাদ্রাসায় থাকার জন্য বলা হয়নি। তবে তিনি ব্যক্তিগত কারণে মাদ্রাসায় থাকতেন।

সদর থানার ও‌সি ইম‌তিয়াজ আহ‌মেদ জানান, ‌বেল্লা‌লের লাশ পোষ্ট ম‌র্টেমের জন‌্য পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌ল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু হ‌য়ে‌ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।