ঢাকাMonday , 25 August 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

রাঙ্গাবালীতে ভূমি কমিটি গঠন সভা

adminptk112233
August 25, 2025 3:43 pm
Link Copied!

রাঙ্গাবালী প্রতিনিধিঃ
বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন করা হয়।

ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওশান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগীতায় ২৫ আগস্ট সোমবার সকাল ১০ টায়, ৩৫ জন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সমন্বয়ে ‘রাঙ্গাবালী উপজেলা ভূমি কমিটি ’ গঠন করা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ এর রাঙ্গাবালী এরিয়া ম্যানেজার অনিমেষ , এছাড়াও বক্তব্য দেন অ্যাডভোকেট আবুতাহের এবং সমাপনী বক্তব্য দেন রাঙ্গাবালী সরকারি কলেজ শিক্ষক এসএম কামারুজ্জামান।

ভূমি কমিটি লক্ষ্যও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন উত্তরণ এর অ্যাডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান । তিনি ভূমি কমিটি গঠনের প্রেক্ষাপট ও ভূমি কমিটি গঠনতন্ত্র সভায় উপস্থাপন করেন। তিনি বলেন, ভূমি কমিটি ভূমিহীন মানুষের অধিকার আদায় ও খাস জমি পাওয়ার ক্ষেত্রে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করা ও দাবী আদায়ের ক্ষেত্রে ভূমিকা পালন করবেন। উত্তরণ প্রতিষ্ঠা লগ্ন থেকে ভূমিহীন মানুষের অধীকার আদায়ের জন্য কাজ করছে। উত্তরণ শ্রেনী বৈষম্যহীন সমাজ গড়ায় বিশ্বাসী। ভূমিহীনদের খাস জমির অধিকার আন্দোলনের জলন্ত উদাহরণ ১৯৯৭ সালের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার আন্দোলন।

ভূমি কমিটিতে রাঙ্গাবালী উপজেলা সভাপতি আবুল বশার হাং এবং সাধারণ সম্পাদক আল-মামুনকে নির্বাচিত করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।