ঢাকাThursday , 28 August 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্তদের সংবাদ সম্মেলন

adminptk112233
August 28, 2025 9:36 am
Link Copied!

কলাপাড়া প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বৃহস্পতিবার কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের আট দফা দাবি উপস্থাপন করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও চলমান আন্দোলনের প্রধান সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তর। তিনি জানান, তাদের দাবিগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে চাকুরি প্রদান, অধিগ্রহণ করা জমির দেড়গুণ মূল্য অবিলম্বে পরিশোধ,বিদ্যুৎ কেন্দ্রে সংশ্লিষ্ট বিভিন্ন দুর্নীতি ও সম্পদ লুটের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা।

অন্তর আরও বলেন, এই আট দফা দাবি আগামী সাত দিনের মধ্যে মেনে নেওয়া না হলে তারা বিদ্যুৎ কেন্দ্রগামী সড়ক ব্লকেডের মতো কর্মসূচি ঘোষণা করবেন।

সংবাদ সম্মেলনে কলাপাড়ার ধানখালী এলাকায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।