ঢাকাThursday , 28 August 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

জলবায়ু সুশাসন নিশ্চিতকরণে তৃণমূলের ভূমিকা শীর্ষক সেমিনার 

adminptk112233
August 28, 2025 10:38 am
Link Copied!

কলাপাড়া প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু নীতি বাস্তবায়ন ও তহবিল ব্যবস্থাপনায় সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক সেমিনারের আয়োজন করেন এনজিও ওয়েব ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু’র সভাপতিত্বে বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় অনিয়ম, জলবায়ু ঝূঁকি মোকাবেলায় ববরাদ্দকৃত অর্থের  অব্যবহার, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে ত্রান বিতরণে অস্বচ্ছতা এবং উন্নয়ন প্রকল্পে তৃণমূল বা প্রান্তিক জনগণের অংশগ্রহণ না থাকা একটি বড় চ্যালেঞ্জ। 

ওয়েভ ফাউন্ডেশন, বাংলাদেশ’র তৃনমূল জনগোষ্ঠীর আংশগ্রহনের মাধ্যমে জলবায়ু সুশাসন শক্তিশালীকরন (এসসিজিজিপি) প্রকল্পের এ সেমিনারে প্রজেক্ট অফিসার আশিকুর রহমান বাংলাদেশী তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে শক্তিশালীকরন বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরেন।এসময় তার সাথে উপস্থিত ছিলেন সংস্থার কমিউনিটি মবিলাইজেশন অফিসার সোনিয়া আক্তার।

সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু ঝূঁকি মোকাবেলায় সামাজিক জবাবদিহিতা ও জলবায়ু সুশাসন বাস্তবায়ন করতে হবে। উপকূলী এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত কৃষি সহায়তা ও পুনর্বাসন বাজেটে স্বচ্ছতা ও জবাবদিহিতা সুনিশ্চিত করতে হবে। প্রশিক্ষণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। জরুরি ত্রান বিতরণে নানা অনিয়ম ও অপব্যবহার রোধ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত প্রশাসনিক ব্যয় তিন থেকে চার গুণ বাড়ানো হয়, এমন অলীক প্রশাসনিক খরচ কমাতে হবে।
সেমিনারের দ্বিতীয় সেশনে তিনটি গ্রুপে অংশগ্রহণকারী সাংবাদিকরা কাল্পনিক বাজেট ধরে তার নানা অসংগতি প্রস্তাবনা আকারে তুলে ধরেন। 
 
সেমিনারে কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।