ডেক্স রিপোর্ট
গণাধিকারের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুর এর উপর হামলার প্রতিবাদে তার নিজ জেলা পটুয়াখালীতে মশাল মিছিল ও সমাবেশ করেছে।
রাত পৌনে ১১টার সময় শহরের নতুন বাজার টিনপট্টির দলীয় কার্যালয় থেকে মশাল মিছিলটি বের হয়।
পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রিয় নেতা ঢাকা কলেজের জুবায়ের মাহমুদ, জেলা সেক্রেটারী শাহজালাল প্রমূখ।
এসময় বক্তারা ভিপি নুরের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বাংলাদেশ সেনাবাহিনীকে রিফর্ম করার দাবী জানান।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
