ঢাকাMonday , 1 September 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

বিএন‌পির প্রতিষ্ঠা বা‌র্ষিকী‌তে অর্ধলক্ষা‌ধিক নেতাকর্মীর সমাগম

adminptk112233
September 1, 2025 3:04 pm
Link Copied!

ডেক্স রিপোর্ট
দীর্ঘ আঠার বছর পর রেকর্ড প‌রিমান দলীয় নেতাকর্মীর উপ‌স্থি‌তি‌তে বর্নাঢ‌্য আনন্দ শোভাযাত্রার মধ‌্য দি‌য়ে পটুয়াখালী‌তে জাতীয়তাবাদী দল বিএন‌পির ৪৭তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী পা‌লিত হ‌য়ে‌ছে।
সোমবার বিকাল পৌ‌নে ৫টার দি‌কে শহ‌রের সা‌র্কিট হাউজ চত্তর থে‌কে র‌্যা‌লি‌টি বের হয়। সেখান থে‌কে বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিন ক‌রে স্থানীয় লঞ্চঘাট চত্ত‌রে গি‌য়ে শেষ হয়।‌ এর আগে জেলা বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌ন এবং সদর উপ‌জেলার ১২‌টি ইউ‌নিয়‌নের নেতাকর্মীরা খন্ড খন্ড মি‌ছিল নি‌য়ে সা‌র্কিট হাউজ সংলগ্ন ফোর‌লেনে জ‌ড়ো হয়।
বর্নাঢ‌্য র‌্যালীর নেতৃত্ব দেন জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক ম‌জিবুর রহমান টোটন ও সদস‌্য মোশতাক আহ‌মেদ পিনু।
র‌্যালী‌তে খা‌লেদা জিয়া তা‌রেক রহমানের ছ‌বি সম্ব‌লিত প্লাকার্ড ফেষ্টুন ব‌্যানার নি‌য়ে অংশ নেয় নেতাকর্মীরা। এছাড়া শিশুসহ বৃদ্ধ লোকজনও র‌্যালী‌তে অংশ গ্রহণ কর‌তে দেখা গে‌ছে। স্থানীয়রা জানায়, গত আঠার বছ‌রে এত বড় বিশাল র‌্যালী এর আ‌গে পটুয়াখালীতে হয়‌নি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।