কলাপাড়া প্রতিনিধি
র্নাঢ্য আয়োজনে পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সাড়ে ১১ টায় দলীয় কার্যালয় থেকে বর্নাঢ্য এক শোভাযাত্রা বের করাহয়। শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এর আগে উপজেলার বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে মিলিত হয়। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বি়এনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু,যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন,পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী। এসময় উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠেনর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
