ঢাকাSunday , 7 September 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

নুরের উপরে হামলাঃ পটুয়াখালীতে সড়ক অবরোধ

adminptk112233
September 7, 2025 2:47 pm
Link Copied!

ডেক্স রিপোর্ট

ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মীরা। 

বুধবার (৩ সেপ্টেম্বর)  সন্ধ্যা ৭ টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পটুয়াখালী চৌরাস্তা এলাকায় সড়কে  অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর আগে পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে অবস্থান নেয় তারা।   

প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক নেতাকর্মী মহাসড়কের চৌরাস্তা এলাকায়  অবস্থান নেয়।  সড়‌কে টায়ার জ্বা‌লি‌য়ে আধাঘন্টা অব‌রো‌ধ রাখে বিক্ষোভকারীরা।  এসময়  জাতীয়পা‌র্টি নি‌ষি‌দ্ধের দাবী জা‌নি‌য়ে বি‌ভিন্ন শ্লোগান দেয় নেতাকর্মীরা। পাশাপা‌শি ভি‌পি নু‌রের উপর হামলার ঘটনায় স্বরাষ্ট উপ‌দেষ্টার পদত‌্যাগের দাবী‌তেও শ্লোগান দেয়া হয়। এসময় সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ থাকে।

জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহআলম সিকদার  বলেন, ভি‌পি নরুল হক নু‌রের উপরে হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধে করতে হবে।  

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, তারা মহাসড়ক অবরোধ করেছিলো। এতে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে । 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।