ডেক্স রিপোর্ট
পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজার এলাকার পাজাখালী মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে দানের ইট আত্মসাৎয়ের অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত ২৩ জুন পটুয়াখালীর লাউকাঠি ইউপির সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান তার মালিকানাধীন সূচনা ব্রিকস থেকে দুই হাজার ইট মসজিদের টয়লেট সংস্কারের জন্য মসজিদ কমিটির সভাপতি মো. কামাল মৃধার কাছে হস্তান্তর করেন।
কামাল মৃধা সেদিন মসজিদের সামনে মাত্র এক হাজার ভাঙাচোরা ইট রাখলেও বাকি এক হাজার ইট নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দীর্ঘদিন রেখে পরবর্তীতে নিজ বাড়িতে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
