ঢাকাMonday , 15 September 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

যৌথবা‌হিনীর অ‌ভিযা‌নে ট্রলারসহ ১২‌জে‌লে আটক

adminptk112233
September 15, 2025 3:22 pm
Link Copied!

ডেক্স রিপোর্ট
পটুয়াখালীতে যৌথবা‌হিনীর অ‌ভিযা‌নে ২‌টি অ‌বৈধ আ‌র্টিসনাল ট্রলিং‌বোডসহ ১২‌জে‌লে আটক হ‌য়ে‌ছে।
রবিবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নি‌শ্চিত ক‌রেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিজামপুর কোস্ট গার্ড স্টেশন ও কলাপাড়া মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে কুয়াকাটা সংলগ্ন সাগর মোহনায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সেখান থে‌কে ২ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ পিস বেহুন্দী জালসহ ১২ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং বোট, জাল ও আটককৃত জেলেদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।