ঢাকাMonday , 15 September 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

কলাপাড়ায় এবার ১৪ মণ্ডপে দুর্গাপূজা

adminptk112233
September 15, 2025 3:47 pm
Link Copied!

কলাপাড়া প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় পূজা মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জার শেষ প্রস্তুতি। দেবী দুর্গা তাঁর ভক্তদের ডাকে সাড়া দিয়ে মর্ত্যলোকে শান্তি, সমৃদ্ধি ও শস্য-শ্যামলা বসুন্ধরার প্রতীক হয়ে আসবেন। এ সময়টাতে মাতৃবন্দনায় মিলিত হবেন সকল মাতৃভক্ত। এমন প্রত্যাশায় ক্ষণ গণনা করছেন হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেকটি মানুষ। আসছে পঞ্চমী তিঁথিতে আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এই ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। দেবী দুর্গা আদ্যাশক্তি ও রণরঙ্গিনী এক মহাদেবীর রূপ; যিনি ভক্তদের প্রতি করুণা ও শক্তি দেখিয়ে থাকেন। যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এক শুভ এবং পবিত্র মুহূর্ত।

সারা দেশের মতো কলাপাড়ায়ও চলছে প্রতিমা গড়ার শেষ পর্যায়ের কাজ। এ কাজে এখানকার শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন । মা দুর্গার অবয়ব দিতে ইতোমধ্যে শিল্পীরা তাঁদের দক্ষ হাতের নিপুণ  ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন অধিকাংশ প্রতিমা। 

শ্রী শ্রী জগন্নাথ আখড়াবাড়ি কেন্দ্রীয় নাট মন্দির ও সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপের শিল্পী মাগুরার বাসীন্দা সুজন পাল জানান, “দেবীদুর্গা অন্ধকারাচ্ছন্ন পৃথিবী আলোকিত করতে আসছেন । ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনির মধ্য দিয়ে  দেবীদুর্গাকে বরণ করে নেওয়ার অধীর আগ্রহে বিভোর রয়েছেন ‘মা’ ভক্তরা। সুজন পাল নিজের মনের মতো করে প্রতিমায় মা দুর্গার অবিকল অবয়ব তুলে ধরতে দিন-রাত পরিশ্রম করেছেন। সবগুলো মণ্ডপে শিল্পীরা নিপুন হাতে গনেশ,শ্বরস্বতি, কার্তিক, অসুর, সিংহ, পেঁচা, হাঁস, ময়ূর, সাপ, লক্ষ্মি, মহাদেবের মূর্তি বানাচ্ছেন । প্রতিমা তৈরি এবং প্রতিমায় রং-তুলির আঁচর প্রায় শেষ। এখন রংতুলির ফিনিশিং টাচ দিচ্ছেন।

কলাপাড়া  উপজেলায় এবছর দুইটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে মোট ১৪ টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে কলাপাড়া পৌরসভায় ৩টি। শ্রী শ্রী জগন্নাথ আখড়াবাড়ি কেন্দ্রীয় নাট মন্দির ও সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপ, চিংগরিয়া শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পুজা মণ্ডপ, বাদুরতলী শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পুজা মণ্ডপ । এছাড়া কুয়াকাটা পৌরসভায় শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও তীর্থ যাত্রী সেবাশ্রম সার্বজনীন দূর্গা পুজা মণ্ডপ। এছাড়া বিভিন্ন ইউনিয়নে আরো ১০ টি পুজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হইবে।

কলাপাড়া আখড়াবাড়ি কেন্দ্রীয় নাট মন্দির ও সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপের পুরোহিত কালাচাঁদ চক্রবর্তী জানান, এবার দেবী দুর্গা গজে ( হাতিতে)  চড়ে আসছেন। ফিরবেন দোলায় (পালকিতে) চড়ে। গজে দেবীর আগমন শান্তি, সমৃদ্ধি ও শস্য-শ্যামলা বসুন্ধরার প্রতীক, যা একটি শুভ ইঙ্গিত বহন করে বলে তিনি জানান। 

শ্রী শ্রী জগন্নাথ আখড়াবাড়ি কেন্দ্রীয় নাট মন্দির ও সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক শ্রী বাবু পাল জানান, “ধর্ম যার যার উৎসব সবার” আসন্ন দূর্গা পূজা উৎসবে দেশের প্রখ্যাত ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মন্দির প্রাঙ্গণে থাকছে নাগরদোলা, নৌকাসহ বিভিন্ন ধরনের রাইড, পণ্য সামগ্রীর মেলা বসবে। তাই জাতি-ধর্ম ভেদাভেদ ভুলে সকলকে আগাম আমন্ত্রণ জানিয়েছেন।   

কলাপাড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক ও কলাপাড়া শ্রী শ্রী জগন্নাথ আখড়াবাড়ি কেন্দ্রীয় নাট মন্দির ও সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপ  সভাপতি বাবু সজল সমাদ্দার বলেন, এবছর কলাপাড়া উপজেলায় ১৪টি পূজামন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের সদস্যদের সাথে মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, প্রত্যেকটি মণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সকল প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে ১৪টি দুর্গাপূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি-সম্পাদকসহ সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবক, আনসার বাহিনী, চৌকিদাররা ২৪ ঘন্টা পাহারা থাকছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক বলেন, “শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কলাপাড়া উপজেলার প্রত্যেকটি পূজামন্ডপে  পূজা সুষ্ঠুভাবে, উৎসবমুখর পরিবেশে সম্পন্নের লক্ষ্যে প্রশাসনের পক্ষ হতে সকল প্রস্তুতি নেওয়া  হয়েছে। 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।